facebook

Blog post

Featured Posts

Saturday, April 2, 2016

ভোলার ব্যবসা বাণিজ্য (Business of Bhola )

শিল্প বাণিজ্য
ভোলা জেলা বাংলাদেশের অন্য জেলার তুলনায় ভৌগলিক অবস্থানের কারনে এখানে তেমন শিল্প গড়ে ওঠেনি। যোগাগোগ ব্যবস্থা পয়োজনীয় Infrustructure এর অভাবে জেলার শিল্প বিকাশে বাধা হয়ে দাড়িয়েছে

তবে গত কিছুদিন আগে Venture Energy Resource নামে একটি প্রতিষ্ঠান বিদ্যুত উৎপাদন শুরু করায় আস্তে আস্তে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে এখানে প্লাষ্টিক, মোম, জুতা , আলকাতরা ইত্যাদি ক্ষুদ্র শিল্প গড়ে উঠছে।এখানকার বেশীরভাগ (প্রায় ৮০%)লোক মৎস্য জীবি, তাই এখানে কিছু বরফকল গড়ে ওঠেছে। তবে বোরহান উদ্দিনে প্রাপ্ত গ্যস বানিজ্যিক ভাবে ব্যবহারের সুযোগ করে দিলে জেলায় শিল্প বিকশের সম্ভাবনা রয়েছে। জেলাতে বর্তমানে ফারিত হ্যাচারী নামক একটি বিশাল কৃষি ফার্ম রয়েছে


Friday, August 14, 2015

যে কোন মূল্যে ‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’( ভোলা ) কে রক্ষা করা হবে, বাণিজ্যমন্ত্রী ।




ভোলার উন্নয়নে বড় বাধা হচ্ছে নদী ভাঙ্গন তাই যে কোন মূল্যে নদী ভাঙ্গন থেকে ভোলাকে রক্ষা করা হবে
শুক্রবার দুপুরে সদরের ইলিশা ইউনিয়নে ভাঙ্গন কবিলত এলাকা পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় পানি সম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ বাণিজ্যমন্দ্রী তোফায়েল আহমেদ পৃথক বক্তব্যে এসব কথা বলেন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভাঙ্গনের কারণে ইলিশা রাজাপুরের বহু পরিবার গৃহহারা হয়ে গেছে, সড়ক ভেঙ্গে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ভোলার সাথে ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা পরিকল্পনা নিয়েছি দেশের মধ্যে ভোলাকে সবচেয়ে সমৃদ্ধশালী জেলার রুপান্তিত করার, কিন্তু এর উন্নয়নে প্রধান বাধা হয়ে দাড়িয়েছে নদী ভাঙ্গন তাই জেলাকে রক্ষা করতে হলে যে কোন মূল্যে ভাঙ্গন রোধ করতে হবে
পানি সম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ বলেন, দেশের যেখানেই সমস্যা হয় সেখানেই প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের যেতে হয় এরই ধারাবাহিকতায় ভোলার নদী ভাঙ্গন সমস্যায় আমাদের আসতে হয়েছে জেলার ভাঙ্গন রোধে যত অর্থ ব্যায় হোক না কেন কার্যকরী পদক্ষেপ নেয়ার দির্দেশ দেয়া হয়েছে পরবর্তিতে স্থায়ী পদক্ষেপ নিয়ে ভোলাকে ভাঙ্গন থেকে রক্ষা করা হবে সময় পানি সম্পদমন্ত্রী ভোলার ভাঙ্গন রোধে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারনের সহযোগিতা কামনা করেন
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, ভোলা- আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী মাঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস ছাড়াও দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তরা
এর আগে সকাল থেকেই ভোলা-লক্ষীপুর-বরিশাল সড়কের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে ব্যানার ফেস্টুন নিয়ে ভোলার ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানান স্থানীয়রা


 
Blogger Templates