Blog post

Saturday, May 30, 2015

                 Barisal

#District & % of Pass SSC 2015 #

Tuesday, May 26, 2015

ভোলা জেলা


ভোলা জেলা বাংলাদেশের দক্ষিনাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের সবচেয়ে বড় ব-দ্বীপ। এর অবস্থান দক্ষিণাঞ্চলে। এর পূর্বের নাম শাহবাজপুর তারও পূর্বে এর নাম ছিল চন্দ্রদ্বীপ।
ভৌগোলিক সীমানা
ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী, লক্ষীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে বরিশাল, পটুয়াখালী জেলা ওতেঁতুলিয়া নদী অবস্থিত।
প্রশাসনিক এলাকাসমূহ
ভোলা জেলার উপজেলা গুলো হল:
• ভোলা সদর
• চরফ্যাশন
• তজমুদ্দিন
• দৌলতখান
• বোরহানউদ্দিন
• মনপুরা
• লালমোহন
চিত্তাকর্ষক স্থান
• মনপুরা দ্বীপ
• শাহবাজপুর গ্যাস ক্ষেত্র
• চর কুকরিমুকরি
• শহীদ মিনার
• শিশু পার্ক
যোগাযোগ ব্যবস্থা
ভোলা শহর ঢাকা থেকে নদী পথে দূরত্ব ১৯৫কি.মি.। সড়কপথে বরিশাল হয়ে সড়কপথে দূরত্ব ২৪৭কি.মি. এবং লক্ষীপুর হয়ে দূরত্ব ২৪০কি.মি.।

বাংলাদেশে ভোলা জেলার অবস্থান ,

বাংলাদেশে ভোলা জেলার অবস্থানস্থানাঙ্ক: ২২.৬৯° উত্তর ৯০.৬৫° পূর্বদেশ  বাংলাদেশবিভাগ বরিশাল বিভাগআয়তন • মোট ৩,৪০৩.৪৮জনসংখ্যা (2011) • মোট ১৭,৭৬,৭৯৫[১]স্বাক্ষরতার হার • মোট ২১.৪৭%সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬)

 
Blogger Templates