শিল্প ও বাণিজ্য
ভোলা জেলা বাংলাদেশের অন্য জেলার তুলনায় ভৌগলিক অবস্থানের কারনে এখানে তেমন শিল্প গড়ে ওঠেনি। যোগাগোগ ব্যবস্থা ও পয়োজনীয় Infrustructure এর অভাবে এ জেলার শিল্প বিকাশে বাধা হয়ে দাড়িয়েছে।
তবে গত কিছুদিন আগে Venture Energy Resource নামে একটি প্রতিষ্ঠান বিদ্যুত উৎপাদন শুরু করায় আস্তে আস্তে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে এখানে প্লাষ্টিক, মোম, জুতা , আলকাতরা ইত্যাদি ক্ষুদ্র শিল্প গড়ে উঠছে।এখানকার বেশীরভাগ (প্রায় ৮০%)লোক মৎস্য জীবি, তাই এখানে কিছু বরফকল গড়ে ওঠেছে। তবে বোরহান উদ্দিনে প্রাপ্ত গ্যস বানিজ্যিক ভাবে ব্যবহারের সুযোগ করে দিলে এ জেলায় শিল্প বিকশের সম্ভাবনা রয়েছে। জেলাতে বর্তমানে ফারিত হ্যাচারী নামক একটি বিশাল কৃষি ফার্ম রয়েছে।