Blog post

Friday, June 5, 2015

ভোলা জেলার পটভূমি



ইতিহাস
          ভোলা দ্বীপটি পদ্মা মেঘনা বহ্মপুত্র নদীর শাখা প্রশাখায় বাহিত পলি দ্বারা গঠিত। পলি, লতা-পাতা কচুরিপানা ভাসমান অন্যান্য আবর্জনা ধীরে ধীরে জমা হয়ে প্রবাল দ্বীপের ন্যয় চর পড়া শুরু হয়, এর সাথে পলি জমে মূল ভূখন্ডের উৎপত্তি হয় এই দ্বীপের বয়স প্রায় ৫০০ বছর

          ভোলা নামকরণের পিছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে ভোলা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মত অপ্রশস্ত ছিলনা এক সময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে খেয়া নৌকার সাহায্যে লোকজনের পারাপারের কাজ চলত   খুব বুড়ো এক মাঝি এখানে খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত তার নাম ছিল ভোলা গাজী পাটনী আজকের যুগিরঘোলের কাছেই তার আস্তানা ছিল এই ভোলা গাজীর নাম অনুসারেই এক সময় স্থানটির নামকরণ হয় ভোলা

          ভোলা থানা ১৯১৬ সালের ১৮ এপ্রিলের ৬৫১৯ ১৯৮০ সালের ২৭ আগস্ট তারিখের ৪২০৩ পি,এল স্মারকবলে বর্তমান স্থানে ভোলা থানার দালানটি নির্মিত হয় যদিও ১৮৯২ সাল থেকেই এখানে নিয়মিতভাবে কাজকর্ম চলে আসছে তবে ভোলা থানাটি ১৯৪২ সালে স্থাপিত ভোলা থানাটি ২২   ৩২ অক্ষাংশ থেকে ২২  ৫২  উত্তর এবং ৯০  ৩২  থেকে ৯০  ৪০  দ্রাঘিমাংশ পূর্বে অবস্থিত পরবর্তীতে ০১/০২/১৯৮৪ খৃঃ তারিখ এটি উপজেলায় উন্নিত হয়

No comments:

Post a Comment

 
Blogger Templates