Dhalchar |
লাইট হাউজ অ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন হলে জেলাসহ জেলার বাইরেও ছোট, বড় ও মাঝারি শিল্প উদ্যোক্তা, নৌ পরিবহন ব্যবসায়ী, জাহাজ মালিক-শ্রমিক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছেন ভোলার মানুষ।
ঢালচর ইউপি চেয়ারম্যান কালাম পাটোয়ারী বলেন, এজন্য সাড়ে ৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
গত বছরের ১১ মার্চ একনেকের বৈঠকে এই প্রকল্পটির অনুমোদন হয়। ৩ বছরের মধ্যে এর কাজ শেষ হবে। চলতি বছরের এপ্রিল মাসে টেন্ডার প্রক্রিয়া শেষে জুন মাসে এ কার্যক্রম চলবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোরিয়ান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কাজটির সার্বিক তত্ত্বাবধায়ন করছে সমুদ্র পরিবহন অধিদপ্তর।
No comments:
Post a Comment