Blog post

Sunday, June 7, 2015

ভোলার ঢালচরে হচ্ছে লাইট হাউজ এবং রেডিও স্টেশন

Dhalchar
ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরে স্থাপিত হচ্ছে লাইট হাউজ অ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন উপকূলীয় এলাকায় নৌ দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা দিক নির্দেশনা দিতে সহযোগিতা করবে স্টেশনটি
লাইট হাউজ অ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন হলে জেলাসহ জেলার বাইরেও ছোট, বড় মাঝারি শিল্প উদ্যোক্তা, নৌ পরিবহন ব্যবসায়ী, জাহাজ মালিক-শ্রমিক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছেন ভোলার মানুষ।
ঢালচর ইউপি চেয়ারম্যান কালাম পাটোয়ারী বলেন, এজন্য সাড়ে একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
গত বছরের ১১ মার্চ একনেকের বৈঠকে এই প্রকল্পটির অনুমোদন হয়। বছরের মধ্যে এর কাজ শেষ হবে। চলতি বছরের এপ্রিল মাসে টেন্ডার প্রক্রিয়া শেষে জুন মাসে কার্যক্রম চলবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোরিয়ান এক্সিম ব্যাংক বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কাজটির সার্বিক তত্ত্বাবধায়ন করছে সমুদ্র পরিবহন অধিদপ্তর

No comments:

Post a Comment

 
Blogger Templates