Charfashion 'Maya Bridge' |
ভোলার চরফ্যাশনে ‘মায়া ব্রিজ ‘ এর উদ্বোধন করেছেন তোফায়েল আহমেদ । ৩৩ কোটি টাকা ব্যয়ে এই ব্রীজটি নির্মাণ করা হয়। এসময় তিনি আরও জানান, ভোলা থেকে বরিশাল যাওয়ার মহাসড়কের সংযোগস’ল লাহারহাট এলাকায় প্রায় ১২ শ’কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হবে। তখন ভোলার মানুষ বরিশাল হয়ে সহজেই রাজধানী ঢাকায় যেতে পারবেন। তিনি বলেন,ভোলায় পর্যাপ্ত পরিমান গ্যাস রয়েছে। এ গ্যাস দিয়ে ভোলায় বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানাসহ বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ভবিষ্যতে দেশের মধ্যে ভোলা হবে শ্রেষ্ঠ জেলা এবং চরফ্যাশন হবে শ্রেষ্ঠ উপজেলা। চরফ্যাশনের বিভিন্ন উন্নয়নের প্রশংসা করে বলেন, জ্যাকব যে উন্নয়ন করেছেন বিগত ৪৫ বছরে হয়নি। কুকরী-মুকরীও হবে দেশের মধ্যে অন্যতম পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র।
বিশেষ অতিথির বক্তব্যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, মায়া ব্রিজটি ভোলা জেলার সর্ববৃহৎ ব্রিজ। এটির উদ্বোধনের মধ্যদিয়ে ২ লাখ মানুষের মধ্যে সেতুবন্ধন হয়েছে।
এ উপলক্ষে চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।
No comments:
Post a Comment