Blog post

Monday, June 22, 2015

চরফ্যাশনের মেঘনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবি (Communication was hit by a cyclone Meghna trawler capsizes)



ভোলার চরফ্যাশনের  মেঘনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৩টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে সোমবার ভোর টার দিকে চর কুকড়ি মুকড়ি এলাকার সোনার চরের পূর্ব পার্শ্বে মেঘনার দুর্ঘটনা ঘটেছে এঘটনায় তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি
জানাে গেছে, রাতে জেলেরা মেঘনার সোনার চরের পূর্ব পার্শ্বে মাছ শিকার করতে যায় ভোর টার দিকে শাহাবুদ্দিন মাঝিলোকমান মাঝি আলামিন মাঝির ট্রলার ৩টি  ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়  তেমন কোন হতাহতের ঘটনা ছাড়াই সকল মাঝি মল্লাদের উদ্ধার করা হয়েছে স্থানীয় জেলেরা জানান, ডুবে যাওয়া ট্রলার ৩টির মাঝিদের মধ্যে শাহাবুদ্দিন মাঝির বাড়ি কুকড়ির ৫নং ওয়ার্ডের আমিনপুর গ্রামে, লোকমান মাঝি আলামিন মাঝির বাড়ি নং ওয়ার্ডের শাহাবাজপুর গ্রামে চরকুকড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডেও ইউপি সদস্য আঃ ছালাম হাওলাদার  ট্রলার ডুবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন
এদিকে ট্রলার ডুবির বিষয়ে চরকুকড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নুর মোহাম্মদ ব্যাপারে তিনি কিছুই জানেন না এবং তাকে কেউ কিছু জানায়নি বলে জানান

1 comment:

  1. Aluminum Trimmer: 3D Plugs - Titanium Trimmer!
    Aluminum Trimmer titanium engine block has been designed to provide a cutting edge titanium rings in quality. We ship best titanium flat iron aluminum micro touch trimmer trimmer kits to all titanium gravel bike countries worldwide.

    ReplyDelete

 
Blogger Templates